বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

৪৮ ঘণ্টার মধ্যেই ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীনকে মুক্তির দাবি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ | ৭:১২ অপরাহ্ণ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ | ৭:১২ অপরাহ্ণ
৪৮ ঘণ্টার মধ্যেই ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীনকে মুক্তির দাবি

সাম্পান ডেস্ক 

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি)
চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত পরিচালক ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীনের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে ৪৮ ঘন্টার মধ্যে সাবেক এই ছাত্রনেতার মুক্তির দাবি জানানো হয়।

রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইএইচআরসি’র চট্টগ্রাম বিভাগের সিনিয়র যুগ্ম সমন্বয়ক সাংবাদিক সৈয়দ খালেদ হায়াতের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক মো. আরশি আজিমের পরিচালনায় সমাবশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।

এম এ হাশেম রাজু বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীনকে নি:শর্তভাবে মুক্তি দিতে হবে। অন্যথায় ডিসি অফিস, পুলিশ কমিশনার অফিস ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে সংগঠন বাধ্য হবে।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত প্রাণ। আজ তাকে নিয়ে একটি ফ্যাসিবাদী চক্র ও পুলিশ প্রশাসন মিলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখতে চায়। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সভাপতির বক্তব্যে সাংবাদিক সৈয়দ খালেদ হায়াত বলেন, হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে দেশে সুশাসন, বাকস্বাধীনতা, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। কিন্তু গত চার মাসে অন্তর্বতীকালীন সরকার তার ধারে কাছেও নাই। অন্তর্বতীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টা স্বৈরাচার ফ্যাসিবাদীর সাথে হাত মিলিয়ে দেশ পরিচালনা করছে। প্রশাসনের সর্বাগ্রে এখনও স্বৈরাচারী সরকরের প্রেতাত্মারা বহাল তবিয়তে রয়েছে। ফলে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতা কমীর্রা এখনও মামলা হামলা নিপীড়নের শিকার হচ্ছে।

সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সমন্বয়ক নার্গিস সুলতানা, দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক মো. মাহফুজুল হক, মহানগর যুগ্ম সমন্বয়ক মো. ইসমাইল, যুগ্ম সমন্বয়ক জানে আলম, প্রফেসর ফেরদৌসি আক্তার, প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, মো. ফয়সাল উদ্দীন, মো. মনিরুল আলম, শ্রী পলাশ ধর বক্তব্য রাখেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares