নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পুনরায় আমির নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন আবু তাহের ভূইঁয়া ও সেক্রেটারি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন মাওলানা সাইফুদ্দীন। গতকাল রবিবার রোকনদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে ইউনিয়ন জামায়াতের আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহমানের সভাপতিত্বে সংগঠনের স্থানীয় কার্যালয়ে ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবু হাফস মুহাম্মাদ নকিব।
নব নির্বাচিত আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহমান বলেন, সম্মানিত রুকন সদস্যরা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা যেন সঠিকভাবে পালন করতে পারি। জামায়াতে ইসলামী শোষণমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।