বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

সিপিইজেডে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ১২:২০ পূর্বাহ্ণ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ১২:২০ পূর্বাহ্ণ
সিপিইজেডে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

সাম্পান ডেস্ক 

কারখানার ভেতরে চোর প্রবেশ করেছে এমন খবরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে। এতে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল জানান, একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকে পড়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধরও করে। নৌবাহিনীর টহল গাড়ি নির্মাণ শ্রমিকদের বাঁচাতে গেলে উল্টো তারা নৌবাহিনীর গাড়ি আটকিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের বাড়তি সদস্য রয়েছেন। হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

 

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares