সাম্পান ডেস্ক
সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায় থেকে দূর্নীতি দূর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
রবিবার ১০ (নভেম্বর) চট্টগ্রাম নগরীর লালখান বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমরা এমন রাজনীতি করিনা যে রাজনীতি করলে দেশ থেকে পালিয়ে যেতে হবে, রাসূল আকরাম ( সঃ) এর চরিত্রে সেই রকম কোন নীতি ছিলনা। তিনি বলেন, সৎ ও যোগ্য লোক তৈরীর একমাত্র মডেল হলেন রাসূল আকরাম (সঃ)।
মাওলানা আনোয়ার করিমের পরিচালনায় মাওলানা মোহাম্মদ আবু রাশেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মাওলানা বি এম মফিজুর রহমান আযহারী। বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুর রশীদ নূরী।
প্রধান ওয়ায়েজ বিএম মফিজুর রহমান বলেন, রাসূল আকরাম ( সঃ) কে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে পাঠিয়েছিলেন সমগ্র বিশ্বের মানুষের জন্য শিক্ষক হিসেবে। আজকে রাসূল আকরাম (সঃ) এর শিক্ষা আমাদের থেকে সম্পূর্ণ বিলীন করে দেওয়ার জন্য গত ১৮ বছর এমন কোন পদক্ষেপ ছিলনা যা একটি গুষ্টি করে নাই। সকলকে সঠিক ভাবে কুনআনুল কারীম ও রাসূল আকরাম (সঃ) এর হাদীস মোতাবেক জীবন গঠনের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির আহবান জানিয়ে দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘোষনা করেন।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, সেক্রেটারী আইউব আলী হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারী ইব্রাহীম হোসেন ( রনি), মাওলানা আমান উল্লাহ আমান, বিশিষ্ট ব্যাংকার একরামুল হক, দেলোয়ার হোসেন ওমর ফারুক, বিশিষ্ট সমাজ সেবক কামরুল হুূদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।