
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যুবদল নেতার পিটুনিতে
জাহাঙ্গীর আলম আইয়ুব( ৫১) নামে বিএনপির এক কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।আর্থিক লেনদেনের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত আইয়ূব জাহাঙ্গীরের বাড়ি সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে। খুনের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতার নাম সাহাব উদ্দিন সুমন।তিনি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
জানা যায়,রাজনৈতিক মামলায় নিহত আইয়ুব জাহাঙ্গীর কিছুদিন জেলে ছিলেন। যুবদল নেতা সুমন টাকা পয়সা দিয়ে তাকে জামিন করায়। সেই টাকা নিয়েই তাদের মধ্যে বিরোধ। সোমবার পাওনা টাকা ফেরত নিতে সুমন দলবল নিয়ে গাছুয়া গিয়ে জাহাঙ্গীরকে তুলে নিয়ে যেতে চায়। একপর্যায়ে জাহাঙ্গীর যেতে না চাইলে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, যতটুকু শুনেছি লেনদেন জনিত কারণে এই হত্যাকাণ্ড। নিহত জাহাঙ্গীরও আমাদের কর্মী ছিলেন।এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মতো করে ব্যবস্থা নেবেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন পূর্ব বিরোধের জেরে স্থানীয় বিএনপি সমর্থক আইয়ুবের ওপর লাঠিসোঁঠা নিয়ে হামলা করে। আহত আইয়ুবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত সুমনসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।