সাম্পান ডেস্ক
জামায়াতে ইসলামী ৮ নং শুলকবহর খুলশী সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত তিন শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় খুলশী কলোনী মাদ্রাসা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
খুলশী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এস এ এম নুর হোসাইনের সঞ্চালনা ও স্পন্সর প্রতিষ্ঠান স্মাইল ফাউন্ডেশনের সভাপতি কায়েস চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের শুরা সদস্য এবং পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।বিশেষ অতিথি ছিলেন শুলকবহর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদ উল্লাহ তালুকদার।
খুলশী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এস এ এম নুর হোসাইনের সঞ্চালনায় এসময় মুরাদপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আলমগীর আলম, স্মাইল ফাউন্ডেশনের সেক্রেটারি হেলাল সিকদারসহ স্থানীয় মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ সমাজের অসহায় মানুষের পাশে থাকতে বিত্তবানদের প্রতি আহবান জানান।