চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের ৩৪টি বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন জব্দ করা হয়েছে। আটক এই স্বর্ণগুলোর ওজন ৪ কেজি ও দেশে আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।
বুধবার (১ জুন) সকালে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব স্বর্ণ জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর আসে, শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।এসময় স্বর্ণসহ সাইফুল ইসলামকে আটক করা হয়।