প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ | ৪:০৫ পূর্বাহ্ণ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ | ৪:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বিএ শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিওন।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে নিজ বাড়ি থেকে শহীদ মিনারে ফুল নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
জানা যায়, মোহাম্মদ শহিদুল্লাহ বিএ আজ ভোর ৬টায় উপজেলার টৈটং এর নিজ বাড়ি থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে বের হন। কিছুদূর যেতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।