বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বান্দরবানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ৬:৪৩ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ | ৬:৪৩ অপরাহ্ণ
বান্দরবানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

বান্দরবান প্রতিনিধি

সারাদেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন।  তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে মুক্তি পেতে রহমতের বৃষ্টির প্রার্থনায়  বান্দরবানে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রান মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বান্দরবানের ঈদগাঁহ মাঠে সারাদেশে তীব্র তাপদাহ থেকে রেহাই পেতে রহমতের বৃষ্টির জন্য ধর্মপ্রান মুসল্লিরা ইসতিসকার নামাজ আদায় করেন। এসময় নামাজ পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।

ঈদগাহঁ মাঠে নামাজে অংশ নেয় বান্দরবানে শতাধিক মুসল্লিরা। এসময় নামাজ শেষে মহান আল্লাহর কাছে সারাদেশে তীব্র তাপদাহ থেকে রেহাই পেতে রহমতের বৃষ্টি প্রার্থনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সেই সময় পৃথিবীর সকল মানুষ ও প্রানীকূলের জন্য রহমত ও শান্তি কামনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares