বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বড় দিন উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ৭:৪৮ অপরাহ্ণ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ৮:০৫ অপরাহ্ণ
বড় দিন উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক 

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে বান্দরবানের রুমায় সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রুমা সেনা জোন’র  তত্ত্বাবধানে বড়দিনকে সামনে রেখে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়,রুমার দেবতা পাহাড়ের আওতাধীন ক্যাপলংপাড়ার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং বড়দিন উদযাপনের গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনী স্থানীয় গির্জা সমূহে ধর্মযাজকদের বাইবেল বিতরণ করেন।একইসাথে কোমলমতি শিশুদের মাঝে খেলনা বিতরণ করে।

উক্ত কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে (৩৮ ই বেংগল) এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করে। বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর এসকল কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপ-অধিনায়ক বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা  করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ী জনসাধারণের জীবন যাত্রার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares