বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

ফটিকছড়িতে নিহত কৃষকের পরিবারের পাশে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫ | ৬:৪৯ অপরাহ্ণ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ | ৬:৫০ অপরাহ্ণ
ফটিকছড়িতে নিহত কৃষকের পরিবারের পাশে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের ফটিকছড়িরে অবৈধভাবে বালি উত্তোলনে বাঁধা দেয়ায় যুবদল নামধারী সন্ত্রাসীদের হাতে নিহত কৃষক
দেলোয়ার হোসেন (৭০) এর পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছেন বিএনপি’র একটি প্রতিনিধি দল।

বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতারা দেলোয়ার হোসেনের বাড়িতে যান।

এসময় নিহত দেলোয়ার হোসেনের পুত্র ছেলে আব্দুল জলিল, আব্দুল জব্বার সহ এলাকাবাসী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।বিএনপির নেতারা এসময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের নেতা আলহাজ্ব সরওয়ার আলমগীর বলেন,সন্ত্রাসীদের কোন দল নেই।কৃষক দেলোয়ার হোসেনকে যারা হত্যা করেছে, তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।তাদেরকে ক্ষমা করার সুযোগ নেই।এসময় তিনি দেলোয়ার হোসেনের পরিবারের সবসময় থাকার অঙ্গীকার করেন।

এসময় অন্যদের মধ্যে ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আবুল খায়ের, অদু সওদাগর, আবুল হোসেন আবু, মোঃ এনাম, মজিবুল হক, বেলাল সওদাগর উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ভারত সীমান্তবর্তী বাগান বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাষ্টারপাড়াস্থ রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকায় কৃষক দেলোয়ার হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। নিজের খতিয়ানভুক্ত জমি থেকে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় স্থানীয় যুবদল নেতা সোহাগ, শরীফ ও দেলোয়ারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। যুবদল নেতা সোহাগের নেতৃত্বে একটি চক্র গত ৫ আগস্টের পর থেকে ওই এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares