প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫ | ২:৫২ অপরাহ্ণ আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ | ২:৫২ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সিটি মডেল স্কুল তুলাতলী (৩য়) শাখার শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (৪ জানুয়ারী) সকাল ১০টায় নগরীর তুলাতলীতে উদ্বোধন উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ তছলিম উদ্দিনের সভাপতিত্বে মোঃ নাজমুল হক চৌধুরী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবু তাহের,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী,পুষ্টি বিশেষজ্ঞ মাহফুজা আফরোজ সাথী, শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সল চৌধুরী, মাওলানা তাওহিদুর রহমান ও ডাঃ আব্দুল হান্নান আকিব।
সভা শেষে লাল খান জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদিন ফিতা কেটে ক্যাম্পাস উদ্বোধন করেন।দোয়া ও মোনাজাত করেন লাল খান জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা তাওহিদুর রহমান।