নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ আলী হোসাইন বলেছেন, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কাট্টলীর কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শাহাদাত হোসেনের বাবা মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে উত্তর কাট্টলী বায়তুল মোকাদ্দাস মসজিদে সানোয়ারা আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়ার মাহাফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি মানুষ জন্মের আগে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে এসেছিলো।আমরা যদি আখেরাতের জীবনে শান্তি পেতে চাই তাহলে দুনিয়ার ক্ষুদ্র এই হায়াতকে কুরআন এবং সুন্নাহর আলোকে সাজাতে হবে।
ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়ার মাহাফিলে আরো আলোচনা করেন বিশিষ্ট সমাজ সেবক মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি পন্ডিত বাড়ি সমাজ কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী।
অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেন, দুনিয়ার জীবন ক্ষনস্থায়ী। এ নশ্বর জীবনে আমরা দুনিয়ার মোহে পড়ে কতকিছু করছি। আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। তাই আল্লাহর কাছে যাওয়ার জন্য নিজেদের কে কোরআনের আলোকে গড়ে তুলি।