বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃংখল দল: মুঃ উল্লাহ

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪ | ৮:৫৭ অপরাহ্ণ আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ | ৮:৫৯ অপরাহ্ণ
জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃংখল দল: মুঃ উল্লাহ

সাম্পান ডেস্ক:

জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃংখল দল। এই সংগঠনে কেউ দায়িত্ব চেয়ে নেয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ উল্লাহ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বন্দর থানা ৩৭ নম্বর ওয়ার্ডের উদ্যােগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কথা বলেন।

মুহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃংখল দল। এই সংগঠনে কেউ দায়িত্ব চেয়ে নেয় না। সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করলে সেই দায়িত্ব পালন করতে হয়। আখেরাতে আল্লাহর নিকট জবাবদিহীর অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

বন্দর থানা ৩৭ নম্বর ওয়ার্ড আমির ফিরোজ আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা জামায়াতের আমির মাহমুদুল আলম, থানা কর্মপরিষদ সদস্য ও ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল শফিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares