বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জমকালো আয়োজনে নগরের তাকওয়া মডেল মাদ্রাসায় পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৬ অপরাহ্ণ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৬ অপরাহ্ণ
জমকালো আয়োজনে নগরের তাকওয়া মডেল মাদ্রাসায় পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নগরের মেহেদীবাগে তাকওয়া মডেল মাদ্রাসা মেহেদীবাগ শাখার উদ্যোগে পিঠা উৎসব-২৪ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে মাদসার গ্রাউন ফ্লোরে দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির তাকওয়া এসোসিয়েট’স এর সেক্রেটারি সমাজ সেবক মোরশেদুল ইসলাম চৌধুরী।

এসময় ৩২ স্টল ৯৯ রকম বিভিন্ন প্রজাতির পিঠা পুলি নিয়ে পিঠা উৎসব শুরু হয়। পিঠা উৎসবে হাতের বানানো বিভিন্ন রকমের পিঠা দেখা যায়।

উদ্বোধন পূর্বে আলোচনা সভায় মাদরাসার ভিপি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া এসোসিয়েট’স এর সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার আহমেদ মাঈনউদ্দিন, তাকওয়া মডেল মাদ্রাসা চন্দনপুরা শাখা ভিপি আব্দুল আজিজ মোহাম্মদ শোয়াইব, মিসেস শারমিন নাহিদা।

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন,বাংলার ঐতিহ্যের ধারাবাহিকতায় এই সুন্দর আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এই সুন্দর মিলন মেলা আমাদের মন মানসিকতা পরিবর্তন নিয়ে আসবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি পিঠা পুলির আয়োজন টা অনেক বেশি আনন্দ দিবে। অভিভাবকদের সাথে তাকওয়া পরিবারের একটি গভীর সৌহার্দ্য পূর্ণ মেলবন্ধন তৈরি হয়েছে।পড়ালেখার পাশাপাশি এই রকম আয়োজন শিক্ষার্থীদের মন মানসিকতায় আরও বেশি অনুপ্রাণিত করবে। এই রকম সুন্দর আয়োজন প্রতি বছর করার মাধ্যমে বাংলার ঐতিহ্য লালন করার সহযোগিতা কামনা করেছেন।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আজগর হাসান, মাহমুদুল হাসান, গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম,মিজানুর রহমান, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন,ফারজানা আহমেদ, সাবরিনা চৌধুরী, জুলেখা আক্তার,কোহিনুর আক্তার, জান্নাতুল ফেরদৌসি, সুমাইয়া আক্তার প্রমুখসহ মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares