
সাম্পান ডেস্ক
আগামী সংসদ নির্বাচনে ন্যূনতম ৩০ শতাংশ যুবককে মনোনয়ন দিতে নির্বাচন কমিশন কর্তৃক সকল রাজনৈতিক দলকে বাধ্য করার দাবি জানিয়েছে ‘সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট’ -সিজিডি।পাশাপাশি সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়েও যুবকদের উল্লেখযোগ্য পরিমান সম্পৃক্ততা নিশ্চিত করার দাবি জানানো হয়।
আজ শনিবার ( ১৮ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব জানানো হয়।’ বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ব্যবস্থা বিনির্মানে যুব সমাজের ভূমিকা” শীর্ষক একটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। সেমিনারে কী-নোট স্পীচ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সিজিডির চেয়ারম্যান এ জি এম নিয়াজ উদ্দীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আতিয়ার রহমান। প্রধান প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ।
আলোচকরা বলেন, বাংলাদেশের জন্য আধুনিক ও নতুন রাজনৈতিক ব্যবস্থা বিনির্মানে যুব সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। নতুন রাজনৈতিক কালচার ডেভেলপ করা এবং রাজনীতিতে আমুল পরিবর্তনের ক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কলেজ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মুহাম্মদ ইউছুফ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সহ-সমন্বয়ক শাহরিয়ার তাসিন এবং বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।