বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

চট্টগ্রামে হজের প্রথম ফিরতি ফ্লাইটে এলেন ৩৮৮ হাজি

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ৬:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৭ জুন ২০২৪ | ৬:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামে হজের প্রথম ফিরতি ফ্লাইটে এলেন ৩৮৮ হাজি

নিজস্ব প্রতিবেদক 

সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন ৩৮৮ জন যাত্রী।

হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি হাজিদের বহনকারী ফিরতি ফ্লাইটটি বৃহস্পতিবার (২৭ জুন) সকাল বেলা ১১টার একটু আগে অবতরণ করে। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন হাজিরা। ফেরার সময় বিমানবন্দর কর্তৃপক্ষ হাজিদের ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় হাজিদের স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিমানবন্দরের পরিচালক মহোদয় গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, সিএএবি’র কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, কাস্টমস, বাংলাদেশ বিমানসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবছর ৯ জুন পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান ৫ হাজার ৬২০ জন হজযাত্রী।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares