বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ঘূর্ণিঝড় রেমাল: পশ্চিমবঙ্গে ৬ জনের মৃত্যু,বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ১:২৪ অপরাহ্ণ আপডেট: ২৮ মে ২০২৪ | ১:২৪ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় রেমাল: পশ্চিমবঙ্গে ৬ জনের মৃত্যু,বিদ্যুৎ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকটি এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে)ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা। বৃষ্টির কারণে গতকাল সোমবার (২৭ মে) নগরীতে মেট্রোরেল চলাচলও বিঘ্নিত হয়। আগামী বুধবার (২৯ মে) পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরসহ ৭ জেলায় ভারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বৃষ্টির কারণে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট, উল্টোডাঙ্গা, বালিগঞ্জ, ঢাকুরিয়া, শ্যামবাজার ও বড় বাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। কলকাতা শহরের বাইরে হাওড়ার সালকিয়া, টিকিয়াপাড়া, লিলুয়ার বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

দিঘা, রামনগর থেকে খেজুরিসহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় রেমালের প্রভাবে কমবেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার বিকেলের পর দিঘায় সমুদ্র কিছুটা শান্ত হলেও আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা।

রবিবার (২৬ মে) রাতে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের আঘাতে ইতিমধ্যে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares