সাম্পান ডেস্ক
আগামী বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামস্থ ঈদগাঁও উপজেলা সমিতির বৃহত্তর কমিটি গঠন, মিলনমেলা এবং মেজবান আয়োজন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর ওয়েল পার্কের মুহুরা গার্ডেন রেস্টুরেন্ট হলরুমে এই সভা সম্পন্ন হয়। এতে ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে বৃহত্তর কমিটি চূড়ান্ত করা হয়।
এতে বিশিষ্ট দানবীর, সমাজসেবক মোহাম্মদ মুহসিন সিদ্দিকী আহ্বায়ক, ড. শাকের আলম শওক, হারুনুর রশিদ, রুহুল আমীন ও অধ্যাপক রমিজ উদ্দীন যুগ্ম আহবায়ক, ডা. কামরুল আযাদ সদস্য সচিব, মুজিবুর রহমান ও অধ্যাপক জুনাইদ কবির যুগ্ম সদস্য সচিব, ড.হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক, এইচ এম মহি উদ্দীন মহিম কোষাধ্যক্ষ, মুর্শেদুল করিম প্রচার সম্পাদক, আবছার কামাল সহ প্রচার সম্পাদক, অধ্যাপক আমানুল হক অফিস সম্পাদক, গিয়াস উদ্দীন সহ-অফিস সম্পাদক, আবু মুসা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ,জুবাইর উদ্দিন মিডিয়া সম্পাদক এবং রিয়াজ উদ্দীন ছাত্রবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমন্বয়ক মুজিবুর রহমানের সঞ্চালনায় আহ্বায়ক মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পর খসড়া গঠনতন্ত্র পেশ করেন ড.হুমায়ুন কবির।সমিতির ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন সদস্য সচিব ডাক্তার কামরুল আযাদ এবং এতে সমিতির সার্বিক বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন অধ্যাপক আমানুল হক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীন, অধ্যাপক জুনাইদ কবির, হারুনর রশীদ, রুহুল আমীন, আবু মুসা, ব্যাংকার রাশেদুল হাসান,ইন্জিনিয়ার ওমর ফারুক ও আকবর শাহ থানার ওসি তদন্ত ছৈয়দ ওমর প্রমুখ।
এতে পাঁচ ইউনিয়ন থেকে তিনজন করে আহবায়ক কমিটির সদস্য করা হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমাযুন কবিরকে প্রধান করে মোহাম্মদ মিছবাহ উদ্দীন পারভেজ, ইন্জিনিয়ার ওমর ফারুক ও এস্তেফাজুর রহমান ফরাজিকে সহকারী করে চার সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
সমিতি আহবায়ক বিশিষ্ট সমাজসেবক মুহসিন সিদ্দিকী বলেন, আমরা শিগগিরই চট্টগ্রামস্থ বৃহত্তর ঈদগাঁওর সবাইকে একই ছায়ায় নিয়ে আসতে মেজবানের আয়োজন করব। তাই সবাইকে দ্রুত সমিতির সদস্য হওয়ার জন্য অনুরোধ করছি এবং বৃহত্তর ঈদগাঁও’র সবাই সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে এই সমিতি যেন বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেজন্য দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।