বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ

প্রকাশ: ৭ জুলাই ২০২৪ | ১:১১ পূর্বাহ্ণ আপডেট: ৭ জুলাই ২০২৪ | ১:১১ পূর্বাহ্ণ
আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ

সাম্পান ডেস্ক 

হেফাজতে ইসলামের সাবেক আমীর প্রয়াত শায়খুল হাদীস কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর বড় মামা, হেফাজতে ইসলামের বর্তমান আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মুফতী খলিল আহমদ কুরাইশী কাসেমীর দিকনির্দেশনা ও তত্বাবধানে এই স্মারকগ্রন্থ প্রকাশিত হবে বলে জানিয়েছে বাবুনগরী পরিবার।

জানা যায়,ইতোমধ্যে স্মারকগ্রন্থ প্রকাশের বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতী খলিল আহমদ কুরাইশী, বাবুনগরীর ছোট ভাই মাওলানা জুবায়ের বাবুনগরী, জামাতা মাওলানা আব্দুল্লাহ, মুফতী কুতুবউদ্দিন নানুপুরী এবং ভাগ্নে মাওলানা আনোয়ার শাহ আল আযহারী, মাওলানা নোমান আল আযহারী প্রমূখ।

বাবুনগরীর ভাগ্নে মাওলানা ইরফান সাদেক জানান,আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতিষ্ঠিত ফটিকছড়ি আল হাসান ইসলামিক রিসার্চ ফাউণ্ডেশনের ব্যবস্থাপনায় এই স্মারকগ্রন্থের কাজ সম্পন্ন করা হবে। বাবুনগরী পরিবারের পক্ষে থেকে স্মারকগ্রন্থের জন্য দেশ-বিদেশে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সহপাঠী, ছাত্র ও ভক্ত অনুরক্তদের নিকট বাবুনগরীর বর্ণাঢ্য জীবনী নিয়ে বাস্তবসম্মত লেখা জমা দেওয়ার আহবান জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আল হাসান ইসলামিক রিসার্চ ফাউণ্ডেশনের ই-মেইলে (ba**************@gm***.com) এই লেখা লেখা পাঠানোর জন্য অনুরোধ করছি।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares