নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের আলোচিত আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পানির ট্যাংকের ভেতরেই লুকিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দেবপাহাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর ভাই সাইমুম সরওয়ার কমল কক্সবাজার সদর- রামু আসনের সাবেক সংসদ সদস্য।
জানা যায়,পুলিশের অভিযানের খবর পেয়ে একটি বাড়ির ছাদের গাজী ট্যাংকের ভেতরেই লুকিয়ে পড়েন নাজনীন সরওয়ার কাবেরী। পরে পুলিশ তাকে সেখান থেকে বের করে নিয়ে আসেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে কাবেরীকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত কাবেরীর বিরুদ্ধে কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা